গ্রেনেড হামলায় খালেদার মদদ ছিল,মৃত্যু ভয়ে আমি কখনই ভীত ছিলাম না, এখনও নই
জনকণ্ঠ :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোট সরকারকে আবারও দায়ী করে বলেছেন, প্রকাশ্য দিবালোকে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্ভব হতে পারে না। এটা আজ প্রমাণিত সত্য। ওই হামলায় আমার বেঁচে থাকার কথা নয়। শুধু এটুকুই বলব, আমি বেঁচে আছি। মৃত্যুকে ভয় করি না, মৃত্যু ভয়ে আমি কখনই ভীত ছিলাম না, এখনও নই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন যতদিন দেহে প্রাণ আছে, ততদিন দেশের মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কাজ করে যাব। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব।
তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় কখনই এড়াতে পারেন না দাবি করে শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়নি, কিন্তু এ হামলায় তার সহযোগিতা রয়েছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তাই এই হামলার দায়-দায়িত্ব তিনি (খালেদা জিয়া) এড়াতে পারেন না। বোধ হয় খালেদা জিয়া ওই হামলার সময় শোকবার্তা তৈরি করেই রেখেছিলেন যে, আমি মরলে পরে একটা কন্ডোলেন্স (শোকবার্তা) জানাবেন। সেটাও নাকি তার প্রস্তুত করা ছিল। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, সেটাই বড় কথা। আর অনেক পরে মামলা করে আমরা একটা রায় পেয়েছি। হাইকোর্টে ডেথ রেফারেন্সের আপীলের শুনানির জন্য পেপারবুক তৈরি হচ্ছে। আশা করি, আমরা বিচার পাব। কিন্তু যাদের আমরা হারিয়েছি তাদের তো আর ফিরে পাব না।
ভয়াল-বীভৎস ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, এ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
একুশ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় আমার বেঁচে থাকার কথা নয়। ওরা (বিএনপি-জামায়াত জোট) ভাবেনি যে বেঁচে থাকব। অনেক ছোট ছোট ঘটনা আমি জানি। যারা হামলা করেছে তারা এক জায়গায় আশ্রয় নিয়েছে। সেখান থেকে ফোন করেছে যে, আমি মারা গেছি কী না।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হামলার পর আপনারা অনেক তথ্য বের করেছেন। এই তথ্যটা বের করুন, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ধানম-ির ৫ নম্বরে তার যে শ্বশুরবাড়িতে এসে ১০ মাস থাকল। কিন্তু পহেলা আগস্ট চলে গেল ক্যান্টনমেন্টের বাসায়। ওই ১০ মাস ওই বাড়িতে বসে সে কী করল? তার কাজটা কি ছিল? তিনি বলেন, গ্রেনেড হামলায় অজ্ঞাতনামা দুজন যে মারা গেল তাদের খবর কেউ নেয়নি, লাশও কেউ নেয়নি। এখন আস্তে আস্তে সবই বের হচ্ছে। কীভাবে এই হামলাকে ভিন্ন খাতে নিতে ওই জজ মিয়ার নাটক করেছে। একজন সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করে স্বীকারোক্তি নেয়া হয়েছিল।
২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদে নৃশংস গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন সরকারের জড়িতের বিষয়ে বিভিন্ন যোগসূত্রতা যুক্তিসহকারে তুলে ধরেন তৎকালীন হামলার স্বীকার হওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই হামলা যে সরকারের পক্ষ থেকে করা, তা আজ প্রমাণিত। ওই হামলার পর সমস্ত আলামত মুছে ফেলতে এই ঘটনার পরের দিন সিটি কর্পোরেশনের গাড়ি এনে ওই এলাকাটা ধোয়া শুরু। আমি নেতাকর্মীদের নির্দেশ দেই, সরকার সব আলামত মুছে ফেলছে, আলামত যেন রক্ষা হয় তার ব্যবস্থা করো। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটে আসে, যুবলীগের নেতাকর্মীরা ছুটে আসে। যেটুকুও রয়েছে সেই আলামত রক্ষা করার চেষ্টা করে।
দলীয় প্রচেষ্টায় আলামত রক্ষা করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরাই (আওয়ামী লীগ) আলামত রক্ষা করার চেষ্টা করি, কিন্তু সেখানে সরকারের পক্ষ থেকে কোন তৎপরতা ছিল না। মারণাস্ত্র গ্রেনেড যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটি ব্যবহার করা হলো আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে। যেখানে এত বড় একটা হামলা হলো, কিন্তু সরকার থেকে এই ঘটনার যেন কোন আলামত না থাকে, সেই চেষ্টাটাই কিন্তু করা করেছিল। তিনি বলেন, জনমতের চাপে হাইকোর্টের বিচারপতি জয়নুল আবেদীনকে দিয়ে একটা তদন্ত কমিটি করা হয়। সেই তদন্ত কমিটির যে রিপোর্ট তা তো তাদের (সরকার) ফরমায়েশি রিপোর্ট। সেখানে একটা সাধারণ মানুষ ধরে নিয়ে এসে তাকে (জজ মিয়া) আসামি করা হয়। সে নাকি এই আক্রমণটার ব্যবস্থা করেছিল, সেই নাকি এই ষড়যন্ত্রের হোতা! তখন এই জজ মিয়া নাটক সাজানো হয়। আস্তে আস্তে সব সত্য ঘটনাই বের হয়েছে। কীভাবে এই জজ মিয়াকে নিয়ে আসে, কীভাবে তার ওপর টর্চার করে তাকে দিয়ে স্বীকার করায়।
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের গ্রেনেডগুলো কোথায় থেকে এলো? এখানে বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের ঘটনা কোনদিন ঘটানো সম্ভব নয়। এটা আজ প্রমাণিত সত্য এবং যার এতদিন পরে মামলা করে একটা রায়ও পেয়েছি। এখন এটা উচ্চ আদালতে ডেথ রেফারেন্সে যাবে। আমি আশা করি, এর বিচার হবে। বিভিন্ন সময় আওয়ামী লীগের বহু নিবেদিতপ্রাণ নেতাকর্মীর জীবনদানের কথাও এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর মাইর, দুনিয়ার বাইর’ বলে একটা কথা আছে। মানুষে বোঝে না আল্লাহর শক্তি কত? আমাদের ওপর প্রতিটা আক্রমণের আগে খালেদা জিয়া বলত, আমি (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, কোনদিন বিরোধী দলের নেতাও হতে পারব না। কিন্তু যে অভিশাপ তিনি (খালেদা জিয়া) আমাকে দিয়েছিল, সেটা তার কপালেই জুটে গেছে। এটিই হলো বাস্তবতা। আর এ হামলার দায়-দায়িত্বও খালেদা জিয়া এড়াতে পারেন না।
আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে বার বার আক্রমণের কথা তুলে ধরে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে। পঙ্গু করেছে। অত্যাচার করেছে। চোখ তুলেছে। পা কেটে দিয়েছে। কত পরিবারকে ধ্বংস করেছে। ঠিক হানাদার পাকিস্তানী বাহিনী একাত্তরে আমাদের ওপর যেভাবে আক্রমণ করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে ঠিক তেমনিভাবে বিএনপি অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, এসব হত্যাকা- জিয়াউর রহমান শুরু করেছিল। এরশাদও সেই একই পদাঙ্ক অনুসরণ করেছে। খালেদা জিয়াও সেই একই পদাঙ্ক অনুসরণ করেছে। তাদের একটাই উদ্দেশ্য, আওয়ামী লীগ যেন কখনও ক্ষমতায় আসতে না পারে। তাহলেই বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে পারবে।
ভয়াবহ গ্রেনেড হামলা নিজেরা করে তা আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের নানা প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওই হামলার পর কোনভাবে বাসায় পৌঁছেই আমি সবার খোঁজ নেয়া শুরু করলাম। কিন্তু ওই সময় সরকারের পক্ষ থেকে আহতদের উদ্ধার করতে কাউকে আসতে দেয়া হয়নি। উদ্ধার না করে বরং হামলাকারীরা যেন নির্বিঘেœ পালিয়ে যেতে পারে সেজন্য আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। আহতদের যেন চিকিৎসা না হয় সেজন্য ঢাকা মেডিক্যালে বিএনপিপন্থী চিকিৎসকরা হাসপাতাল থেকে চলে গিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) আহতদের ভর্তি করা হয়নি।
তিনি বলেন, আমাদের যারা সমর্থক সেসব চিকিৎসকই সেদিন কাজ করেছে, আমাদের লোকজন রক্ত দিয়েছে। আমি চেষ্টা করেছি, সারা ঢাকা শহরের হাসপাতালের খোঁজ নিয়েছি। আমি খুঁজে খুঁজে এনে চিকিৎসার ব্যবস্থা করেছি, পরে বিদেশে পাঠিয়েছি। তিনি বলেন, এই হামলা নিয়ে ওই সময় সংসদে আমাদের কথা পর্যন্ত বলতে দেয়া হয়নি। বরং সে সময় সরকারের পক্ষ থেকে বলা হলো, শেখ হাসিনা হ্যান্ডব্যাগে গ্রেনেড এনে নিজে মেরেছে! খালেদা জিয়াসহ বিএনপি সব নেতার যেন এক সুর। আমরা সুইসাইড করতে যেন সেখানে গিয়েছিলাম! এত গ্রেনেড হাতে করে নিয়ে যাওয়া সোজা কথা নয়। আর আমি গ্রেনেড চালানোর এক্সপার্ট হলাম কবে? ওরা কী না পারে। মিথ্যা অপবাদ ছড়িয়ে দিল। কিন্তু পরে সব সত্যই বেরিয়ে এসেছে।
নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, যেদিন থেকে রাজনীতিতে পা দিয়েছি সেদিন থেকে বারবার মৃত্যুর সামনাসামনি হয়েছি। যেদিন থেকে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করেছি সেদিন থেকে বারবার বাধাগ্রস্ত হয়েছি। আর এই বাধা প্রতিহত করতে গিয়ে আমার নেতাকর্মীরা প্রাণ দিয়েছে। তিনি বলেন, আগস্ট মাস এলেই যেন অশনি সংকেত নিয়ে আসে। বারবার হামলা হয়েছে। বারবার আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে ঢাল হিসেবে রক্ষা করেছে। তবে কখনও জীবনের মায়া করিনি, মৃত্যুকে পরোয়া করিনি, যতক্ষণ দেহে প্রাণ আছে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব, বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই তার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা কেন সেদিন র্যালি করতে গিয়েছিলাম। সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর হযরত শাহজালালের দরগায় গ্রেনেড হামলা হয়। আর সেই সময় গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয় এবং এরকম অগণিত নেতাকর্মীর ওপর প্রতিনিয়ত হামলা হয়, আর তাদের হত্যা করা হয়। এসব সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এবং ওই গ্রেনেড হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা শান্তির মিছিল করতে চেয়েছিলাম এবং একটি র্যালি করতে চেয়েছিলাম।
তিনি বলেন, আমরা যে জায়গায় মিছিলটা করতে চেয়েছিলাম সে জায়গায় আমাদের অনুমতি দেয়নি। পরে মাইকিং করে আমারা আওয়ামী লীগ অফিসের সামনেই ব্যবস্থা নেই। এরপর ২০ আগস্ট রাত ১২টার দিকে একটা অনুমতির চিঠি পাঠানো হয় আওয়ামী লীগ অফিসে। সেই চিঠিটা তখন কে খুলবে আর কে দেখবে আর কে ব্যবস্থা নেবে? এটা ছিল তাদের একটা চাল। পরে আমরা যেখানে ব্যবস্থা নিয়েছিলাম সেখানেই সমাবেশ করেছি। আমাদের ভলান্টিয়ার এবং নেতাকর্মীদের সেদিন কাউকে পাশের ছাদে উঠতে দেয়নি। সেদিন কোন পুলিশও আমাদের নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধা দেয়নি। আর এসবই ছিল সরকারের পরিকল্পনা অনুযায়ী।
বঙ্গবন্ধু হত্যাকা-ের সঙ্গে জিয়াউর রহমান জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে খুনী মোশতাক প্রথমেই জিয়াকে সেনাপ্রধান করে। জিয়া ষড়যন্ত্রে লিপ্ত না থাকলে তাকে সেনাপ্রধান কখনই করত না খুনী মোশতাক। বঙ্গবন্ধু হত্যাকা-ে জিয়া ছিল মুশতাকের বিশ্বস্ত সহযোগী। তিনি প্রশ্ন রেখে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২৯ বছর ক্ষমতায় যারা ছিলেন তারা কেন দেশের উন্নয়ন করতে পারেনি? একমাত্র যারা স্বাধীনতার নেতৃত্ব দেয়, সেই শক্তি ক্ষমতায় থাকলেই যে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আমরা তা প্রমাণ করেছি।
আবেগজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করি না। মৃত্যু যখনতখন আসতেই পারে। কিন্তু মৃত্যু যতক্ষণ না আসবে, আল্লাহ যতদিন বেঁচে রাখবেন, ততদিন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে কাজ করে যাব। জাতির পিতার মতোই আত্মত্যাগ করে দেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাব। অক্লান্ত পরিশ্রম করার কারণেই বাংলাদেশ আজ একটি জায়গায় উঠে এসেছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সারাবিশ্বে অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত হবে, দেশকে উন্নত-সমৃদ্ধ করা, দেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করা, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবই।
প্রত্যেক টিআইএনধারীকে রিটার্ন দাখিলে বাধ্য করা হবে
কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী সবাইকে ফোন করে রিটার্ন দাখিলের জন্য বাধ্য করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
রবিবার ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজ&........ বিস্তারিত
রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে সেনাবাহিনী
রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোকে অপরাধ নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ সিদ্ধান্তকে শুধু স্থানীয়রা নয়, রোহিঙ্গারাও সাধুবাদ জানিয়েছে। আর এর ফলে সন্ত্রাস, জঙ্গি ঝুঁকি কমার পাশাপাশি রোহিঙ্গাদ&........ বিস্তারিত
৬ ডিসেম্বার, ১৯৭১ : 'বাংলাদেশ স্বাধীন' - ভারত
১৯৭১ সালের ৬ ডিসেম্বর দিনটি ছিল সোমবার। একাত্তরের এই দিন রণাঙ্গনের অবস্থা আরও উত্তপ্ত হয়ে ওঠে। সম্মিলিত মিত্রবাহিনীর আক্রমণে দিশেহারা হানাদার বাহিনী সূর্য ওঠার আগেই বিভিন্ন সীমান্ত ঘাঁটি থেকে পালাতে থাকে। মুক্তিবাহিনী ও মিত্রবাহ........ বিস্তারিত
বছরের প্রথম দিনই চার কোটি ৩০ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে ৩৫ কোটি বই
১১ বছরে বিতরণ করা হয়েছে ৩৩১ কোটি; সরকারের ব্যয় ৯ হাজার কোটি টাকার বেশি; প্রায় শতভাগ শিশুর উপস্থিতি আন্তর্জাতিক পরিম-লেও প্রশংসা কুড়াচ্ছে; ৯৯ শতাংশ বই পৌঁছে গেছে উপজেলা পর্যায়ে
জনকণ্ঠ :: আগামী ’২০ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও মাধ্........ বিস্তারিত
স্পেন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু পরিবর্তন (কপ ২৫) ২৫তম বার্ষিক সম্মেলনের ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের’ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য স্পেনে তাঁর তিনদিনের সরকারী সফর শেষে আজ সকালে দেশের উদ্দেশে মাদ্রিদ ত্যাগ করেছেন।
প্রধানমন্........
বিস্তারিত
ব্যর্থ হলে শিশুরা ক্ষমা করবে না, বিশ্বনেতাদের হাসিনা
বাংলানিউজ :: জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতি মুহূর্তের নিষ্ক্রিয়তা মানবজাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হলে নতুন প্রজন্ম আমাদের õ........ বিস্তারিত
মাদ্রিদে শুরু হলো জলবায়ু সম্মেলন কপ-২৫, যোগ দিচ্ছেন শেখ হাসিনা
স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৫।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সোমবার (০২ ডিসেম্বর) শুরু হওয়া দু’সপ্তাহব্যাপী এ সম্মেলন চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।
চিলিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটিö........ বিস্তারিত
দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে - প্রধানমন্ত্রী
দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে একইসঙ্গে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানও চালু রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের এই ‘অসুস্থতা’ নির্মূল করা হবে........ বিস্তারিত
চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা
চলতি ডিসেম্বর মাসে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ সোমবার জানান, চলতি মাসের মাঝামাঝি এবং মাসের শেষভাগে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি মা........ বিস্তারিত
অনলাইন সংবাদ মাধ্যমের নিবন্ধন শুরু আগামী সপ্তাহে: তথ্যমন্ত্রী
আগামী সপ্তাহ থেকে অনলাইন সংবাদ পোর্টালগুলোর নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘দেশে যে অনলাইন সংবাদ পোর........ বিস্তারিত
বাড়ি ভাড়া নির্ধারণ নিয়ে হাইকোর্টের রুল
‘ভাড়া নিয়ন্ত্রক’ নিয়োগসহ বাড়িভাড়ার বিদ্যমান অসঙ্গতি দূর করে মানসম্মত বাড়ি ভাড়া নির্ধারণে সুপারিশ প্রণয়নে অনুসন্ধান আইন, ১৯৫৬ এর ৩(১) ধারা অনুযায়ী অনুসন্ধান কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে &........ বিস্তারিত
রোহিঙ্গা ইস্যুতে রিয়াদ সবসময় বাংলাদেশের পাশে থাকবে
সৌদি আরব সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) জেনা........ বিস্তারিত
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, “সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের বাকুতে জোট নিরপ........
বিস্তারিত
বিশ্বব্যাপী উদযাপন হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
শুধু বাংলাদেশ নয়, বিশ্ব জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। গত সোমবার ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসেবিস্তারিত
আওয়ামী লীগের এবারের সম্মেলন ঘিরে যে দুটি বিষয় বেশি গুরুত্ব রাখে
স্বদেশ রায় :: আওয়ামী লীগের সম্মেলন শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্ব রাখে না, জাতীয় রাজনীতিসহ দেশের ইতিহাসেও এর গুরুত্ব অপরিসীম। কারণ, ইতিহাসের নানান বাঁক পেরিয়ে এখন বাংলাদেশের জনগণের ভেতর দিয়ে উঠে আসা রাজনৈতিক দল একটাই, সেটা আ........ বিস্তারিত
জলদস্যুতার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে 'বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন' মন্ত্রিসভায় অনুমোদন
জলদস্যুতার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ডের বিধান রেখে ‘বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন-২০১৯’র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। ........ বিস্তারিত
অপপ্রচারে কান না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
বাসস :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজবে কান না দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে বলেছেন, গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে আমরা দেখি, অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। আম........
বিস্তারিত
রক্তচোষা ব্যবসায়ী ও গুজব রটনাকারী দুই-ই সমান অপরাধী
স্বদেশ রায় :: সরকারের মুখপাত্র হিসেবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ১৯ নভেম্বর এক আলোচনা সভায় বক্তব্য রাখার সময় জানিয়ে দিয়েছেন, পেঁয়াজের দাম বাড়ার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পেঁ........ বিস্তারিত
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দুবাই এয়ার শোতে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এর আগে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাõ........ বিস্তারিত
গুজব রটনাকারীদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান
জনকণ্ঠ :: ফেসবুকের মাধ্যমেই সারাদেশে পেঁয়াজের পর খাবার লবণ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। যারা ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়েছে, ইতোমধ্যেই তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। যারা ফেসবুকে লবণ নিয়ে গুজব ছড়াতে নানাভাবে উৎসাহিত করেছেন তাদেরও শনাক্ত ........ বিস্তারিত
প্রধানমন্ত্রীর সঙ্গে আবুধাবির যুবরাজের সৌজন্য সাক্ষাত, আমিরাতের শ্রমবাজার খুলে দেয়ার ইঙ্গিত
পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশী শ্রমিকদের জন্য সেখানকার শ্রমবাজার পুনরায় খুলে দেয়ার ইঙ্গিত দিয়েছেন। দুবাই ওয়ার্ল্ড সেন্টারে দুবাই এয়ার শো ২০১৯-এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবুধাবির যুবরা........ বিস্তারিত
ক্ষুদ্র ঋণের কাঙ্ক্ষিত সুফল মানুষ পায়নি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণের ব্যর্থতার কথা তুলে ধরে বলেছেন, কেউ কেউ এর প্রবক্তা হিসেবে নাম-যশ কামালেও বাস্তবতা হচ্ছে যে দেশের জনগণ এর অতটা সুফল পায়নি।
তিনি বলেন, ‘এক সময় আমরা দেখেছি ক্ষুদ্র ঋণ নি........ বিস্তারিত
সব অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে : সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন নিশ্চিত করে উন্ননের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দø........ বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা -ঊদয়ন সংঘর্ষ, নিহত ১৫ আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার কবসায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন কর........ বিস্তারিত
দূর্বল হয়ে পড়ছে 'বুলবুল', বন্দরসমূহে ৩ নং সতর্ক সংকেত
বাংলাদেশের উপকূলে প্রবাহিত হওয়া ঘুর্ণিঝড় ‘বুলবুল’ বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে অবস্থান করে স্থল নিন্মচাপে পরিনত হয়েছে। এটি আরও সামান ̈ পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকাল ৩:০০ টায় বরিশাল, পটুয়াখালী, ভোলা অঞ্চলে ........ বিস্তারিত
খুনীদের জন্য এত মায়া কান্না কেন
জেলহত্যা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা ; ১৫ আগস্ট ও ৩ নবেম্বর হত্যাকান্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীরাও একদিন ধরা পড়বে, রহস্যও উদ্ঘাটিত হবে
জনকণ্ঠ :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কারাবন্দী খালেদা জিয়ার না........ বিস্তারিত
কোন ধরনের অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে দেশজুড়ে শুরু হয়েছে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। শনিবার পরীক্ষার প্রথম দিনে ছিল না প্রশ্নপত্র ফাঁস, কিংবা ভুল প্রশ্ন বিতরণসহ বড় ধর&........ বিস্তারিত
অপরাধ করে কেউ পার পাবে না, ধরা হবে সবাইকে - প্রধানমন্ত্রী
জনকণ্ঠ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে ‘আইওয়াশ’ বলে বিএনপির অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে তাদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, যারা (বিএনপি) আপাদমস্তক দুর্নীতিবাজ, যাদের বিরুদ্ধে খুন-দুর্নীতি-অগ্নিস........ বিস্তারিত
ন্যাম সম্মেলনে যোগদান শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে চার দিনের সরকারী সফর শেষে রবিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ........ বিস্তারিত
ন্যাম সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
উন্নয়নশীল দেশগুলোর জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন হয়।
১২০টি উ÷........ বিস্তারিত
আরও ১টি সিটি কর্পোরেশন, ১টি পৌরসভা ও ৭টি থানার অনুমোদন
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় শর্ত সাপেক্ষে ফরিদপুর সিটি কর্পোরেশন (এফসিসি), সাতটি নতুন পুলিশ থানা এবং একটি পৌরসভা গঠনের অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ ২১ অক্টো........ বিস্তারিত
সবচেয়ে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে সুন্দর সময় অতিক্রম করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন,বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।
শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংব&........ বিস্তারিত
র্যা গিংয়ের শিকার হলে নালিশ করুন, বিচার হবে : আইনমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যাগিংয়ের নামে নির্যাতন শিকার হয়ে কেউ নালিশ জানালে প্রচলিত আইনেই তার বিচারের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুয়েটছাত্র আবরার ফাহাদকে নির্যাতন চালিয়ে হত্যার প্রেক্ষাপটে বুধবার সচিবালয়ে ইউরো÷........ বিস্তারিত
রাজধানীতে যানজট নিরসনসহ গতিশীলতা বাড়াতে আরও দুটি মেট্রোরেল হচ্ছে। মঙ্গলবার ৯৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।
ক্ষমতা ভোগ করার জন্য নয়, মানুষের সেবা করার ব্রত নিয়েই কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ক্ষমতা ভোগ করার জন্য নয়, মানুষের সেবা করার ব্রত নিয়েই কাজ করে যাচ্ছ........
বিস্তারিত
কাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাজশাহী যাচ্ছেন। এদিন তিনি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করবেন। পুলিশ এক........ বিস্তারিত
এসএমই খাতে ঋণ ও অন্যান্য সুবিধা বাড়ছে
জনকণ্ঠ :: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের সুবিধা বাড়াতে একটি নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ ও অন্যান্য সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়া সভায় ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন ........ বিস্তারিত
আমরা কৃষিকেও গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই - শেখ হাসিনা
বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন।
আজ বুধবার প্........ বিস্তারিত