চসিক নির্বাচনী সহিংসতায় নিহত ১, বিদ্রোহী প্রার্থী কাদেরসহ আটক ১৯
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার,১২ জানুয়ারি রাতে এ সংঘর্ষ ঘটে। পরে নগরীর ২৮ নং ওয়ার্ডের মোগলটুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ আটক ১৯ জনকে মনসুরাবাদে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে। মো. আবদুল কাদের ছাড়াও আটক অন্যদের মধ্যে রয়েছে হেলাল উদ্দিন, রাজু, রিমন, খোকন। আটকরা সবাই কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরের অনুসারী বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার রাতে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী ও সদ্য সাবেক কাউন্সিলর মো. আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নেওয়া হলে মো. আজগর আলী বাবুল (৫৫) নামে একজন মারা যান। নিহত আজগর আলী বাবুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক ছিলেন। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর বাদি হয়ে মামলা দায়ের করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আজগর আলী বাবুল নামে একজনের মৃত্যু হয়েছে। মাহবুব নামে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার ফারুক জানান, পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে রাত ৮টার দিকে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে একপর্যায়ে দু’জন গুলিবিদ্ধ হয়। যাদের মধ্যে একজন মারা যান। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
চসিক নির্বাচনী সহিংসতায় নিহত ১, বিদ্রোহী প্রার্থী কাদেরসহ আটক ১৯
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার,১২ জানুয়ারি রাতে এ সংঘর্ষ ঘটে। পরে নগরীর ২৮ নং ওয়ার্ডের মোগলটুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ আটক ১৯ জনকে মনসুরাবাদে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে। মো. আবদুল কাদের ছাড়াও আটক অ........ বিস্তারিত
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চালু হচ্ছে বৃহস্পতিবার
চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিন রুটে নিয়মিত পর্যটক নিয়ে যাবে বিলাসবহুল প্রমোদতরী এমভি বে-ওয়ান।
আগামী বৃহস্পতিবার পতেঙ্গা থেকে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র হয়ে সেন্টমার্টিনে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে যাতায়াত শুরু করার পরিকল্পনা করছে এ জাহাজটি।
প্রাথমিকভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে ছেড়ে যাবে জাহাজটি। সেন্টমার্টিন পৌঁছাবে সকাল ৭টায়। শুক্রবার, শনিবার ও রোববার দুপুর ১টায় ফিরতি যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে ছাড়বে জাহাজটি। ........ বিস্তারিত
০৩ ডিসেম্বার : চট্টগ্রামে শনাক্ত আরও ২৩১
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০১ জনের জনের নমুনা পরীক্ষা করে আরও ২৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০৮ জন নগরের ও ২৩ জন উপজেলার। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৫ হাজার ৮২৫ জন। মোট মৃত ৩২০ জন।
আজ বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের, চট্টগ্রাম মেডিক........ বিস্তারিত
করোনা মহামারিতে আটকে যাওয়া চট্টগ্রাম সিটির ভোট 'ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে'
আটকে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে নির্বাচন
সন্দ্বীপনিউজ২৪
|
Copyright ©Sandwipnews24.com
|
Developed by: SoftCode Solutions
admin@sandwipnews24.com
admin@sandwipnews24.com